অনুসন্ধানবার্তা ডেস্ক:
নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ হয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে দেশটির কিয়োটো প্রদেশের নারা শহরে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তার জীবন বাঁচাতে পারেননি।
৬৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর বুকে ও ঘাড়ে গুলি লাগে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে জাপানের গণমাধ্যম এনএইচকে। রোববারের নির্বাচনে শিনজো আবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বিপক্ষে শক্ত অবস্থানে ছিলেন।
এদিকে এ ঘটনায় তেতসুইয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
তবে জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল হলেও সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর গুলির ঘটনা জাপানকে চিরতরে বদলে দেবে বলে ধারনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।