অনুসন্ধানবার্তা ডেস্ক:
মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল। আর ভোর রাতে পেরুর বিপক্ষে হবে আর্জেন্টিনা।
মঙ্গলবার দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা। আর একই স্টেডিয়ামে ভোর ছয়টায় পেরুর বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা।
কনমেবল অঞ্চলের ১০টি দেশ দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে। তবে ‘বি’ গ্রুপে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ভেনেজুয়েলা।