নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতায় মথুরাপুর ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে রায়গঞ্জের গুনগাঁতি একাডেমী বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে মথুরাপুর জিএমসি ডিগ্রি কলেজ মাঠে ওই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ধুনট উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
[quads id=2]
খেলা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।