নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বগুড়া শহরের স্টেশন সড়কে রেলওয়ে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বগুড়া রেলওয়ে ক্ষুদ্র ব্যবসায় সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাবু, সহ-সভাপতি ইয়াদত আলী খান, ডাঃ শরিফুল ইসলাম, আবুল কাশেম, শামিম খান, হাফেজ আলী মোল্লা, আমির, নাসির, আলিম, রাশেদ, মনিরুজ্জামান।
আরো পড়ুন- বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মান্নানের বিরুদ্ধে আরেকটি মামলা
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আব্দুল মান্নান আকন্দ একজন বিশিষ্ট সমাজ সেবক। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি জেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাই অবিলম্বে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান তারা।