সাজু মিয়া, শিবগঞ্জ, (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: বগুড়ার শিবগঞ্জে উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) শিবগঞ্জ মসলা গবেষণা চত্ত্বরে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাকদ ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মো: মকবুল হোসেন, টি জামান নিকেতা, জেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো।
আরো পড়ুন- কাজিপুরে নতুন ইউএনও’র যোগদান
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা এ.বি এম শাহজাহান চৌধুরী, হাবিবুল আলম, এমদাদুল হক, মহিদুল ইসলাম, রিজ্জাকুল ইসলাম রাজু, সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, আহসান হাবিব সবুজ, শহিদুল ইসলাম শহিদ, আশিক মাহমুদ মিল্টুন, বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।