নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আগামী ২৪ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে প্রার্থীরা ভোট প্রার্থনা করে নেতাকর্মীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে দীর্ঘ ১০ বছর পর ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।
তৃণমূল নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচিত করতে জাতীয় নির্বাচনের মতোই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ধুনট উপজেলা আওয়ামীলীগের এই সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
অপরদিকে একই পদে প্রার্থী হয়েছেন ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
আরো পড়ুন- সিলেট থেকে ছিনতাই হওয়া ৩৬০ বস্তা ইউরিয়া সার ধুনটে বিক্রি: গ্রেপ্তার ৫
তাছাড়াও সভাপতি পদে প্রার্থী হতে পারেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার ও গোসাইবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এছাড়া সাধারণ সম্পাদক পদেও রয়েছেন একাধিক প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন আলম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান।
এবিষয়ে ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি অধ্যাপক টিআইএম টিআইএম নূরুন্নবী তারিক বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।
এব্যাপারে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি বলেন, দীর্ঘ ১০ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীরা খুবই খুশি।
এমপি পুত্র সনি অরো বলেন, নেতাকর্মীরা দীর্ঘ বছর পর ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবে।