আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কাজিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হারুনার রশিদ সভাপতি, সিজান আরেফিন ফারুক সাধারণ সম্পাদক এবং কাজী সেকেন্দার আলী কোষাধ্যক্ষ পদে ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (৭ অক্টোবর) কাজিপুরের সিমান্তবাজার মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাপুস কাজিপুর শাখার সদ্য বিদায়ী সভাপতি কাজী সেকেন্দার আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপুস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন।
আরো পড়ুন- বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে যমুনা রিসোর্ট থেকে ৭ জন আটক
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাপুস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
এছাড়াও সভায় সিরাজগঞ্জ এবং কাজিপুরের পুস্তক ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।