আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
আগামীকাল (বুধবার) থেকেই কাজিপুরের ঐতিহ্যবাহী সোনামুখি মেলা শুরু হতে যাচ্ছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এই মেলাটির জন্য অপেক্ষায় থাকেন আশেপাশের কয়েক জেলার ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারা ও দর্শনার্থীরা।
প্রতিবছর শারদীয় দূর্গাৎসবকে কেন্দ্র করে ইছামতি নদীর তীর ঘেষা সোনামুখীতে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
তবে গত ৩ বছর ধরে করোনা ভাইরাসের কারনে এই মেলাটি বন্ধ ছিল। যার জন্য এই বছর মানুষ উৎসাহ- উদ্দিপনা নিয়েই মেলায় উপস্থিত হচ্ছেন।
একসময় প্রবাহমান ইছামতি নদীর তীর ঘেঁষা এই মেলায় পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে ব্যবসায়ীরা আসতো বলেও জানা গেছে।
বর্তমানে ইছামতি নদীর প্রবাহমান না থাকলেও বগুড়ার কাজিপুর-ধুনট-শেরপুর আন্তঃজেলা সড়কের জন্য দূর দুরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে আসেন।
আরো পড়ুন- বগুড়ায় নিখোঁজ স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
প্রতিবছর এই মেলাকে ঘিরে আশেপাশের এলাকার মানুষের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়। এই মেলার ঐতিহ্য বাঙালির হারানো দিনের সেই অতিথি আপ্যায়নের মিঠাই মন্ডায়, ব্যবহার্য ধুতী, পাঞ্জাবী, জামা-কাপড়, ছোটদের রঙ-বেরঙের খেলনা মাটির তৈজসপত্র কেনা বেচাকে স্মরণ করিয়ে দেয়। এছাড়া মেলায় বিনোদনেরও ব্যবস্থা আছে বলেও জানা গেছে।