নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন (আনারস) চেয়ারম্যান পদে আবারো বিজয়ী হওয়ায় ধুনটে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকালে স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে আরো অংশ নেন ধুনট উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম হোসেন সরকার, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
আরো পড়ুন- বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ডা. মকবুল হোসেন আবারো চেয়ারম্যান নির্বাচিত
এছাড়াও আনন্দ মিছিলে ধুনট উপজেলা আওয়ামীলীগ, সহযোগি সংগঠন, পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।