নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) প্রশিক্ষণ-গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনা ও আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ণে দুইদিন ব্যাপি বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আরডিএ বগুড়ার আইটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
আরো পড়ুন- ধুনট উপজেলা আ’লীগের সভাপতি পদে ৭ জন, সাঃ সম্পাদক পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আরডিএ বগুড়ার মহাপরিচালক খলিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) ফেরদৌস হোসেন খান, একাডেমীর সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ, গবেষক, বিশেষজ্ঞসহ একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।