নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ারউদ্দিন, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমূখ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত।