দিনাজপুর প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
দিনাজপুরে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুইটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার মহেশপুর এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, এই উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি খুড়ছিলেন। এসময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। পরে সে ওই সেল দুটি বাড়ীতে নিয়ে আসে। ঘটনাটি যখন জানাজানি হয় তখন স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আরো পড়ুন- বগুড়ায় ছিনতাইকারীর কবলে ভারতীয় নাগরিক
ওসি আরও জানান, ধারনা করা হচ্ছে মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনা বাহিনী ফেলে রেখে যায়। পরে কেউ হয়তবা মাটির নীচে পুতে রাখে। মর্টারশেল ২টির ওজন প্রায় ২৪ কেজি। বিস্ফোরকটি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।