নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী হোসেন রেজা সাগর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই যুবককে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হোসেন রেজা সাগর ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে।
আরো পড়ুন- ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউই হারাতে পারবে না: ধুনটে মজনু
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, আড়কাটিয়া বাজারে মাদকদ্রব্য বিক্রিকালে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন রেজা সাগরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধুনট থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পরবর্তী বিশেষ কোন ভিডিও প্রতিবেদন দেখতে অনুসন্ধানবার্তা ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন-