নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলেও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন। যার কারনে গ্রামের শিক্ষার্থীদের এখন আর বাহিরে গিয়ে লেখাপড়া করতে হয় না। তারা এখন গ্রামেও আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকা ব্যয়ে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহুতল একাডেমিক ভবন নির্মান, শিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের উপবৃত্তি সহ আধুনিক শিক্ষা গ্রহনের সকল ব্যবস্থা করে দিয়েছেন।
শনিবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খান, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাহ, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।
ভিডিও দেখুন, অনুসন্ধানবার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন-