নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে যায়যায়দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরামের মথুরাপুর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকালে মথুরাপুর মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
ধুনট উপজেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহবায়ক শিক্ষিকা ফৌজিয়া হক বিথির সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমন।
আরো পড়ুন- বগুড়ার কাহালুতে আ’লীগ অফিসে হামলার ঘটনায় ৩শ জনের বিরুদ্ধে মামলা
ধুনট উপজেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব ও ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক এসএম ফজলে রাব্বি শুভর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্তজা, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য পল্লী চিকিৎসক রঞ্জু আহমেদ, গোবিন্দ রায় প্রমূখ।