নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- নীলফামারী জেলা সদরের জলঢাকা থানাধীন হলদিবাড়ী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
রবিবার (২৭ নভেম্বর) বগুড়া জেলা সদরের বাঘোপাড়া রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রোমার পরিবহন যাত্রীবাহীবাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪৮৪৮) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন- ধুনটে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ২
এবিষয়ে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) বলেন, সৈয়দ আবু সায়েম (বিপিএম-সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাস থেকে ১৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।