ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার প্রয়াত এমপি আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে ১-০ গোলে মোকামতলার সৈয়দ আহমেদ একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীণ হয়েছে ধুনট উপজেলা ফুটবল একাদশ।
রবিবার বিকালে সারিয়াকান্দি উপজেলার পাবালিক মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এদিকে এই টুর্নামেন্টে ধুনট উপজেলা ফুটবল একাদশ ফাইনালে যাওয়ায় খেলার মাঠে তাদেরকে অভিনন্দন জানান বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আ’লীগ নেতা গোলাম সোবাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।