নাটোর প্রতিনিধি:
অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
তবে এর আগে গত ২৬ নভেম্বর ১১ দফা দাবি না মানলে আজ ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। সেই অনুযায়ি আজ সকাল থেকেই কর্মবিরতি শুরু করে বাস শ্রমিকরা।
এই ধর্মঘটের কারনে নাটোর থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে বিকল্প যানে গন্তব্যে যেতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।
আরো পড়ুন- বগুড়ায় বন্ধুর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে অর্থ আদায়, যুবকের ১৩ বছর কারাদণ্ড
নাটোর থেকে বগুড়াগামী মাইক্রোবাসের যাত্রী আপেল জানান, হঠাৎ পরিবহন ধর্মঘটের কারনে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এতে অনেক বাড়তি টাকাও গুনতে হচ্ছে।
এদিকে ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। কিন্তু সরকারের চাপে পরিবহন শ্রমিকেরা এই ধর্মঘট ডেকেছে। তারপরও এই ধর্মঘটকে উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এই গণসমাবেশে সমাবেত হবেন।