বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায়র দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম সুমাইয়া আক্তার (২০)। সে ওই এলাকার শামীমের স্ত্রী।
বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান জানান, কুয়াশার মধ্যে রেললাইনের উপর দিয়ে হেটে বাড়ির যাচ্ছিলেন সুমাইয়া। এমন সময় সান্তাহারগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।