বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই কলেজ ভবনের সামনের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) বাবু কুমার সাহা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে, তা জানার জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে এবং নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।