ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
ঢাকার টঙ্গির বিশ্ব ইজতেমায় বগুড়ার একজন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানের ৩৫নং খিত্তায় (বগুড়া) মৃত্যুবরণ করেন তিনি।
নিহত আব্দুল হামিদ (৫৫) বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলার রহবল এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে।
আরো পড়ুন- বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুম্মার নামাজ আদায়
বিশ্ব ইজতেমার খিত্তা-৩৫ (বগুড়া) এর দায়িত্বপ্রাপ্ত ডিএসবির ডিআইও সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আব্দুল হামিদ খিত্তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষন পরই খিত্তার মধ্যেই মৃত্য বরন করেন। শুক্রবার বাদ আসর ইজতেমা প্রাঙ্গনে জানাজা শেষে তার মৃতদেহ বগুড়ার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।