বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুম্মার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা, টঙ্গি থেকে:
ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুম্মার নামাজ আদায় করেছে মুসল্লিরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জুম্মার নামাজ শুরু হয়। দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী জুম্মার নামাজের ইমামতি করেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এতথ্য নিশ্চিত করে জানান, দেশের বৃহত্তম জুম্মার নামাজ আদায় করতে আগের দিন রাত থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করেন।

দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকভ্যান ও ট্রেনে করে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজমেতায় অংশ নিয়েছেন। কানায় কানা পূর্ণ হয়ে গেছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ময়দান।