অনুসন্ধানবার্তা ডেস্ক:
পেনাল্টি গোল ঠেকানোর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক গোলকিপার। ২৫ বছর বয়সী নিহত ওই গোলকিপারের নাম আরনে এসপিল। তিনি বেলজিয়ামের তৃতীয় বিভাগের দল উইনকেল স্পোর্ট বি-র গোলকিপার ছিলেন।
মিররের এক খবরে জানানো হয়েছে, পেনাল্টি গোলা ঠেকানোর পরই মাঠেই অচেতন হয়ে পড়েন গোলকিপার এসপিল। পরে মেডিকেল দল আধা ঘণ্টার মতো চেষ্টা করেছে তাকে সুস্থ করতে পারেনি। সংবাদমাধ্যমকে এসপিলের এক স্বজন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।