ধুনটে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপালের আয়োজনে দিনব্যাপি প্রণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে উন্নজাতের গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর ও পাখিসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশী প্রাণি প্রদর্শন করেন খামারীরা।

শনিবার দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: নাবিল ফারারী, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ভেটেরিনারি সার্জন আসাদুজ্জামান, প্রাণীসম্পদ সম্প্রসারন কর্র্মকর্তা সরলা রানী, আ’লীগ নেতা গোলাম সোবাহান, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, যুবলীগ নেতা আতিকুর রহমান প্রমূখ।