স্পোর্টস, রিপোর্টার: অনুসন্ধানবার্তা:
সিরিজ জয়ের আনন্দ তো আছেই। টাইগাররা এখন নিতে চায় ইংলিশদের বধ করে বাংলা ওয়াসের স্বাদ। ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই টাইগারদের ডাক পড়ল বোর্ড সভাপতি নাজমুল হাসানের সভায়। ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের রেশ থাকল সেই সভায়ও।
বড় দলের বিপক্ষে সিরিজ জয় মানেই খেলোয়াড়দের জন্য থাকে বোর্ডের পক্ষ থেকে আর্থিক পুরস্কার। কালও সেই ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা। তবে এইবার বোর্ড সভাপতি টাকার অঙ্কটা বলেননি। সেটা নাকি জানাযাবে তৃতীয় ম্যাচের পর। ইংলিশ বধ করতে পারলেই অঙ্কটা বড় হবে, এমন আভাস ছিলো বোর্ড সভাপতি কথায়।