ধুনটে স্বপ্নসেবার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার উদ্যোগে ৩৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নসেবা’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার ৩৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, লাচ্চা-সেমাই, চিনি, তেল ও গুঁড়া দুধ বিতরণ করা হয়। এছাড়া যাতায়াত ভাড়া বাবদ এসব দৃষ্টি প্রতিবন্ধীদের নগদ অর্থও প্রদান করে সংগঠনটি।

প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল জলিল, সংগঠনের সদস্য আবু হানিফ, আল ইমরান, হাফিজুর রহমান, রাকিবুল হাসান, সোহাগ, আশার আলো, কায়েস, সুমন, শাহিন, নিতাই, খালিদ, তুহিন, জুয়েল প্রমূখ।