স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌরসভাসহ ১০টি ইউনিয়নে রোপা-আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুরুন্নাহার, সোহেল রানা, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আরিফুর রহমান প্রমূখ।