স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টার ধুনট পৌরসভার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সাজেদী হক, প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জু মল্লিক, কাউন্সিলর আলী আজগর মান্নান, জাহাঙ্গীর আলম, নাগরিক সমাজের প্রতিনিধি মোজাম্মেল হক, চামেলী বেগম, আসমা খাতুন, নজরুল ইসলাম প্রমূখ।