স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও টিএমএসএস এর কৈশোর কর্মসূচির বাস্তবায়নে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে প্রতিযোগিতা শেষে ধুনট পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিএমএসএস এর যুগ্ন পরিচালক কামরুজ্জামান খান, জোনাল ম্যানেজার ছানাউল হক, পৌর কর্মকর্তা শহিনুর ইসলাম, টিএমএসএস এর প্রোগ্রাম অফিসার মোর্শেদা হক, মেরিনা জামান, পৌর কাউন্সিলর মুনজিল হোসেন, রফিকুল ইসলাম, বাবুল আখতার আলী আজগর, রনজু মল্লিক, আপাল শেখ, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শিউলী আকতার প্রমূখ।