ধুনট গোসাইবাড়ী কলেজ একাডেমিক বহুতল ভবনের উদ্বোধন
বগুড়ার ধুনটে গোসাইবাড়ী কলেজের একাডেমিক বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত গোসাইবাড়ী কলেজের একাডেমিক বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ধুনট উপজেলার নদী-ভাঙ্গন কবলিত এলাকার মানুষের ছেলে-মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে শেখ হাসিনার সরকার কোটি টাকা ব্যায়ে বহুতল ভবন নির্মান করে দিয়েছেন। অনেক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিয়েছেন। অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ল্যাব নির্মান করেছেন।

তিনি বলেন, গোসাইবাড়ী কলেজে তিনটি ইউনিয়নের ছেলে-মেয়েরা লেখাপড়া করছে। আগের দিনে দূরে গিয়ে ভালো স্কুল-কলেজে ভর্তি হতে হতো। কিন্তু এখন শেখ হাসিনার সরকার গ্রামেও ভালো মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। শিক্ষিত জাতি গঠনে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

গোসাইবাড়ী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট ইউএনও জানে আলম, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী রানী, সদস্য সাংবাদিক জিয়া শাহীন প্রমূখ।