বগুড়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও শতাধিক ব্যক্তিকে।

সোমবার রাতে বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল বাদী হয়ে বগুড়া সদর থানায় এই মামলাটি দায়ের করেছেন।

গত ২৯ অক্টোবর সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ সহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ওই দিন বিএনপির হামলায় ককটেল বিস্ফোরণে আহত হওয়ার দাবি করেন আল রাজি জুয়েল। তিনি বলেন, মামলায় বগুড়া জেলা বিএনপির ৮৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও অনেককে আসামী করা হয়।

এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। মামলায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারে অভিযান চলছে।