ধুনটে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার, অস্ত্র আইনে মামলা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ কাজী রনি (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত কাজী রনি বগুড়া জেলা সদরের লতিফপুর কলোনী টোনাপাড়া এলাকার মৃত কাজী ইয়াছিন আলীর ছেলে।

ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করে জানান, নিমগাছী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাংলু গ্রামের একটি রাস্তার উপর একজন ব্যক্তি ধারালো চাকু নিয়ে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলেও একপর্যায়ে ধারালো বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার অফিসার (ওসি) সৈকত হাসান বলেন, গ্রেফতারকৃত কাজী রনি অপরাধ সংঘটিত করার জন্য সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার উদ্ধারকৃত আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে।