আগামী ৫ জুন ধুনট উপজেলা পরিষদের নির্বাচন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ইমরান হোসেন ইমন: অনুসন্ধানবার্তা
আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া জেলার ধুনট উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রাচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। রাত-দিন প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন। ভোট আদায় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

জানাগেছে, বগুড়া জেলার ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে গত ২৪ এপ্রিল বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং অফিসার পি.এম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১২ মে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণের তারিখ ৫ জুন নির্ধারণ করা হয়েছে।

এদিকে নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই প্রার্থীদের ব্যস্ততা আরো বেড়ে গেছে। ভোট প্রার্থনা করে প্রার্থীরা রাত-দিন ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট আদায় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রার্থীদের আগমনে প্রত্যন্ত এলাকাতেও বিরাজ করছে ভোটের আমেজ। প্রার্থীরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করছেন।

তবে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীরা অংশ না নিলেও আওয়ামীলীগের প্রাথীরাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

এবারের ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা হলেন, ধুনট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ধুনট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাবেক এমপির পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা হলেন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, ধুনট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ ও সাবেক ছাত্রলীগ নেতা অমৃত কুমার লিটন সহ আরো কয়েক প্রার্থী। তবে এই নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান মহসীন আলম অংশ নিচ্ছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারমান ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা, সাধারণ সম্পাদক সুলতানা জাহান ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীল নাহার।

ধুনট উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, ধুনট পৌরসভা সহ ১০টি ইউনিয়নে ভোটার রয়েছে ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন। আগামী ৫ জুন ধুনট উপজেলার ৯০টি কেন্দ্রের ৬৮৭টি বুথে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।