কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিল, ভাইস চেয়ারম্যান সেলিম ও সুলতানা নির্বাচিত

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন খলিলুর রহমান সিরাজী। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আশরাফুল আলম পেয়েছেন ২৫হাজার ৬০৪ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সেলিম হোসেন তালা প্রতীকে ৩৭ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে শাহিনুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৭ ভোট।

তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা হক হাঁস প্রতীকে ৩৩ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌসী ফুটবল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২৩০ ভোট।

বুধবার রাত সাড়ে ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক এই ফলাফল ঘোষণা করেন। তবে নির্বাচনে মোট ৩৩.৯৪ শতাংশ ভোটার ভোট প্রদান করা হয়েছেন এই কর্মকর্তা।