ধুনটে জাতীয় আদিবাসী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে জাতীয় আদিবাসী পরিষদের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার সভাপতি নিখিল চন্দ্র কর্ণিদাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলার সভাপতি স্বপন চন্দ্র কর্ণিদাস।

জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক তপসী রানীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ভীম হাওলাদার, আদিবাসী নেতা জুড়ান রবিদাস, পূর্ণিমা রানী, তপতী রানী, দিপালী রানী, রমেশ চন্দ্র কর্ণিদাস, রাজকুমার রবিদাস প্রমূখ।