নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাহালুতে আনন্দ র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সন্ধায় কাহালু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালী শেষে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি সজীব সাহা।
প্রধান বক্তা ছিলেন নব-গঠিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়।
আরো পড়ুন- ধুনটে আসামীদের হামলা থেকে ভাইকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ৫
কাহালু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ উৎছাস এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটির সহসভাপতি শেখ হৃদয়, সাংগঠনিক সম্পাদক নোমান আল-সাব্বির, বজলুর রহমান বাধন, নয়ন অধিকারী, শহর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির, শাহ সুলতান কলেজের সভাপতি আতিকুর রহমান আতিক, আসিফ শেখ, সামি আল সাব্বির, সান্তাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রগতির ধারা অব্যহত রাখতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড স্তব্ধ করতে একটি মহল চক্রান্তে লিপ্ত। তারা দেশে বিদেশে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশ ও জনগনের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। দেশবিরোধি অপশক্তির চক্রান্ত রুখে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।