অনুসন্ধানবার্তা ডেস্ক :
আজ মঙ্গলবার (৩ আগষ্ট) বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। এটা দুই দলের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আগের চারটি ম্যাচের সব ছিল বিশ্বকাপে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।
তবে বড় তারকাদের ছাড়াই সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটাররা নেই সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সফরে শীর্ষস্থানীয়দের অনুপস্থিতি অনুভব করছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে অসিরা।
এখন পর্যন্ত চার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সবগুলোতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই চার ম্যাচের সবগুলোই বিশ্বকাপের মঞ্চে হয়েছিলো। এবার হারের বন্ধ্যত্ব ঘোচাতে চায় বাংলাদেশ।