অনুসন্ধানবার্তা ডেস্ক :
ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) ইরাকের উত্তরের আল-রাশাদ এলাকার একটি তল্লাশি চৌকিতে এই হামলা চালায় আইএস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ‘কেন্দ্রীয় পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে আইএসআইএসের সদস্যরা এই হামলা চালিয়েছে। হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ১৩ জন নিহত হয়েছে এবং তিন জন আহত হয়েছেন।’
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের বিস্তৃত অংশ দখল করে আইএস। তারা প্রায়ই ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে।