অনুসন্ধানবার্তা ডেস্ক :
সোশ্যাল মিডিয়াতেও খোলামেলা ছবি পোস্ট করে রিতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন আবেদনময়ী বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কালো রঙের কাঁধখোলা গাউন পরে নতুন ছবি শেয়ার করে ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন দিশা। সোশ্যাল মিডিয়ায় তার খোলা মেলা ছবি দেখে দিশেহারা হয়েছেন তার ভক্তরাও।
সোশ্যাল মিডিয়ায় তার ছবিগুলোতে মাত্র ১ দিনে ১১ লাখের বেশি লাইক পড়েছে। কমেন্টসও পড়েছে লাখের উপরে। তার ছবির নিচে ভক্তরাও করেছে নানা মন্তব্য।
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ২০১৫ সালে তেলেগু সিনেমা ‘লোফার’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন।
২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দিশা। ‘বাঘি টু’, ‘মালাং’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায়।
বর্তমানে দিশা একাধিক সিনেমার কাজ করছেন। তন্মধ্যে রয়েছে ‘কিতনা’ ও ‘এক ভিলেন রিটার্নস’।