ধুনটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেনের দাফন

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন (৭৫) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না..লিল্লাহে..রাজিউন)। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা আজমল হোসেন কালেরপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ২টায় কালেরপাড়া মাদ্রাসাতুল ঈমান প্রতিষ্ঠান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মার্যদায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছে বিবৃতি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক মহসীন আলম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান সহ দলীয় নেতৃবৃন্দ ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।