বগুড়ার শেরপুরে ছাত্রদল কর্মীদের স্বেচ্ছাসেবকলীগে পদ দেয়ায় বিক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নব ঘোষিত কমিটিতে ছাত্রদল কর্মীদের অন্তর্ভুক্ত করায় বিক্ষোভ মিছিল করেছে পূর্বের কমিটির প্রায় শতাধিক নেতাকর্মী।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জোড়গাছা বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০১৩ সালে উপজেলার সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটি গঠন করা হয়। এতে হাফিজুর রহমান হাদু সভাপতি ও আতিকুর রহমান রঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে এই কমিটি দায়িত্ব পালন করে আসছেন তারা।

এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পূর্বের কমিটি বিলুপ্ত করে ৮ সদস্েযর একটি নতুন আংশিক কমিটি ঘোষনা করেন।

ঘোষিত নতুন কমিটিতে গুয়াগাছি গ্রামের মজনু মিয়ার ছেলে ছাত্রদল কর্মী সেলিম রেজাকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ও আওলাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে রঞ্জু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়।

এদিকে স্বেচ্ছাসেবকলীগের পদ পাওয়ার পর রঞ্জু ও সেলিমের মাথায় ছাত্রদলের ব্যানার লাগিয়ে ছাত্রদলের মিছিলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী সহ আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।

এ ঘটনায় বিতর্কিত ওই দুইজনকে কমিটি থেকে বাদ দেয়ার প্রতিবাদে পুর্বের কমিটির নেতাকর্মীরা আওয়ামীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভে পূর্বের কমিটির সভাপতি হাফিজুর রহমান হাদু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রঞ্জু তাদের বক্তব্যে বলেন, সুঘাট ইউনিয়নের বর্তমান কমিটিকে না জানিয়ে উপজেলা কমিটির নেতারা বিএনপি সমর্থিত কর্মীদের প্রবেশ করিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন। এতে আমরা বিচলিত। অনতিবিলম্বে বিতর্কিত সেলিম ও রঞ্জুকে কমিটি থেকে বাদ দিয়ে দলীয় পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাই।

এ ব্যাপাওে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব বলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন ওই ২ জনের নাম দিয়ে সুপারিশ করার জন্য তাদের কমিটিতে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। পরে শুনতে পারলাম যে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। পুর্বের কমিটির সাথে আলোচনা করে বির্তর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষনা করা হবে।

এ ব্যাপারে শেরপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন বলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের প্রতিষ্ঠানে চাকরী করার কারণে তাদের বিএনপির মিছিল করতে বাধ্য করেছিল। পরে তারা চাকরী ছেড়ে দিয়ে এলাকায় আমাদের সাথে রাজনীতি করছে।