ইউপি নির্বাচন : ধুনটে আরো দুই মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় আরো ২ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী এতথ্য নিশ্চিত করে জানান, তৃতীয় ধাপের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে ৬০ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪০৫ জন ও সংরক্ষিত আসনে ১২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

তন্মধ্যে ধুনট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাহেদ আলী ৭ বছরের কারাদন্ডে দন্ডিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এছাড়া তথ্য গোপন করায় গোসাইবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মহসীন ও কালেরপাড়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী দিপালী খাতুনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে।