কাজিপুরে হতদরিদ্রদের কর্মসূচি উদ্বোধন

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: সিরাজগঞ্জের কাজিপুরে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) কাজিপ্রু উপজেলার সোনামুখী ইউনিয়নের ১নং ওয়ার্ডে পাঁচগাছি দক্ষিনপাড়া শাহজাহানের বাড়ি হইতে সাত্তারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান।

২০২১-২২ অর্থ বছরে ৪০দিনের এই কর্মসূচির আওতায় কাঁচা সড়কে মাটির কাজে ১নং সোনামুখী ইউনিয়নের ১নং ওয়ার্ড পাঁচগাছি দক্ষিনপাড়া শাহজাহানের বাড়ি হইতে সাত্তারের বাড়ি পর্যন্ত, ৩নং ওয়ার্ড সোনামুখী কমিউনিটি ক্লিনিক হইতে আব্দুলের বাড়ি পর্যন্ত এবং ২নং ওয়ার্ড পাইকপাড়া বিলাতের বাড়ি হইতে বকুলের বাড়ি পর্যন্ত ২৫জন উপকারভোগী দৈনিক ৪’শত টাকা করে ৪০ দিনে মোট ৪’লক্ষ টাকা পাবেন।

আরো পড়ুন- বগুড়ায় ১৫ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

উদ্বোধনকালে প্রকল্প কমিটির চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ বলেন, বর্তমান সরকার দরিদ্রের সরকার, অতি দরিদ্র ও বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।