কাহালুতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে পুরস্কার বিতরণ

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” ও “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক আলোচনা সভা, ৫ জন শ্রেষ্ঠ নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি।