বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা সহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৭ নভেম্বর) রাতে বগুড়া জেলার বনানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানীস্থ কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ এর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় এর সামনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বগুড়া সদর থানাধীন কয়েলীপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে শামীম ইসলাম (২৭), সাবগ্রাম এলাকার সিরাজ মন্ডলের ছেলে মানিক মিয়া (৪০) ও সারিয়াকান্দি থানাধীন ছাগলধরা এলাকার মৃত আঃ গফুরের ছেলে আব্দুল হক (৪০) কে আটক করা হয়।

অপরদিকে এই রাতে র‌্যাবের পৃথক আরেক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানীস্থ গাক চক্ষু হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী সারিয়াকান্দি থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মৃত আঃ গফুরের ছেলে আয়জার সরকার (৪০) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দক্ষিণ গোতামারি এলাকার ঈমান আলীর ছেলে বিশু মিয়া (২২)।

র‌্যাব-১২, বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।