ধুনটে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংসদ পুত্র কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ হাবিবর রহমানের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, উপজেলা আ’লীগ নেতা ফরিদ উদ্দিন, শফিকুল ইসলাম চাঁন, আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল,

কালেরপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি নান্টু কাজি, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভান্ডারবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা প্রমূখ।