ধুনটে বড় বোনের ওপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :

বগুড়ার ধুনটে বড় বোনের ওপর অভিমান করে রাইসা আকতার (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ধুনট থানা পুলিশ ওই স্কুলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

নিহত রাইসা আকতার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের কৃষক ছাবেদ আলী মেয়ে। সে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, রাইসা আকতারের সঙ্গে হৃদয় নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার পরিবার শাকিল নামে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করেন। এ কারনে রাইসা তার পরিবারের লোকজনের সঙ্গে ঠিকমতো কথা বলতো না এবং সে সব সময় মোবাইলফোন নিয়ে ব্যস্ত থাকতো।

এসব বিষয় নিয়ে বুধবার বিকেলে বড় বোনের সঙ্গে ঝগড়া হয় রাইসার। এরপর সে তার ঘরের দরজা লাগিয়ে দেয়। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন ঘরে ঢুকে রাইসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ধুনট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঘটনায় একটি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।