ধুনটে সেচপাম্প চুরি করে পালানোর সময় দুই চোর আটক

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়ার ধুনটে কৃষকের জমি থেকে সেচ পাম্প চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- বগুড়ার শেরপুর উপজেলার জগন্নাথ মন্দিরপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে রাজু (২০) ও লালমনিহাট জেলা সদরের ধাইরগাতা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মিলন (৩০)।

মামলাসূত্রে জানাযায়, ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাাহী গ্রামের আব্দুস সোবাহানের ছেলে রুবেল হোসেন তার কৃষি জমিতে সেচপাম্প স্থাপন করে পানি সেচ দিয়ে আসছিল। গত ২৭ মার্চ ভোর রাতে দূর্বৃত্তরা তার সেচ পাম্প চুরি করে পিকআপ গাড়িতে তুলে নিয়ে মথুরাপুর সড়ক দিয়ে পালাতে থাকে।

এসময় মথুরাপুর বাজারের নাইটগার্ড সহ স্থানীয় লোকজন ধাওয়া করে দুইজনকে আটক করলেও অপর দুই জন পালিয়ে যায়। এঘটনায় কৃষক রুবেল হোসেন বাদী হয়ে আটকৃতরা সহ ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর চুরি হওয়া আরো ৭টি সেচ পাম্প উদ্ধার করা হয়েছে।