কাহালুতে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিটু চৌধুরীর সমর্থক পাচঁখুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে আতাউর রহমান হেলাল ও জাহাঙ্গীর আলম রানার পুকুরের বিষ প্রয়োগ ও কলা বাগানের গাছ কর্তন করেছে দূর্বত্তরা।

বুধবার সরেজমিন যায়, পাইকড় ইউনিয়নের পাঁচখুর গ্রামে ৬০ শতক পোড়া পুকুর নামক পুকুরটি পত্তন নিয়ে মাছ চাষ করে আসছিল পাইকড় ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর আলম রানা।

কিন্তু গত মঙ্গলবার রাতে কে বা কাহারা উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে পাবদা, মাগুর, শিং, কৈ, রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫/৩০ মন মাছ নিধন করে।

জাহাঙ্গীর আলম (রানা) জানান, পুকুরে বিষ প্রয়োগে তার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে।

এছাড়া একই রাতে তার বড় ভাই আতাউর রহমান হেলালের কলা বাগানের ৩৬ টি কলার গাছ কর্তন করেছে দূবৃত্তরা।

এ ব্যাপারে থানায় অভিযোগের দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।