নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জুন) সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হল রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ ও নারীর ক্ষমতায়ন।

প্রশিক্ষণার্থীরা প্রধানমন্ত্রীর এসব উদ্যোগগুলো বাস্তবায়ন, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা ও প্রস্তাবনা তৈরী করেন। আর এই প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুম আলী বেগ।

প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাংবাদিক এমএ রাশেদ,

ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ধুনট পল্লী বিদ্যুতের এজিএম শামছুল হক, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেমস মল্লিক, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।